সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটির ওপরের পাখির বাসা ভাঙতে বিদ্যুৎস্পৃষ্টে মোজাক্কির মিয়া (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮মে) বিকেলে উপজেলার লামাসানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোজাক্কির মিয়া দোয়ারা বাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: ভিমরুলের চাক ভাঙতে গিয়ে প্রাণ গেলো যুবকের
পুলিশ ও স্থানী সূত্র জানায়, ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা বানায়। ওই পাখির বাসা ভেঙে বাচ্চা আনতে মোজাক্কির খুঁটির ওপরে উঠে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলালধর জানান, পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম