দেশজুড়ে

নন্দীগ্রামে মাংস বিক্রেতার জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে বাবু হোসেন (৪৮) নামের এক মাংস বিক্রেতার ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার ওমরপুরহাটে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ৫০ কেজি পঁচা মাংস জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাবু হোসেন ভোরে অন্য স্থান থেকে একটি গরু জবাই করে ওমরপুর হাটে মাংস বিক্রি শুরু করেন। এসময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত অভিযান চালিয়ে বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পশু জবাই করায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএইচ/এমএস