দেশজুড়ে

পটুয়াখালীতে ৭০ লাখ বাগদা চিংড়ির পোনা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৭০ লাখ মাছের পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পোনাগুলো উদ্ধার করা হয়। এসময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, উপজেলার বাবলাতলা বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে সাতশো মাটির হাড়ি ও ৭০টি প্লাস্টিকের ব্যারেলে প্রায় ৭০ লাখ বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় দুটি নৌকাসহ নদী থেকে দুটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়।

পরে কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. আশিকুর রহমান আশিকের উপস্থিতিতে জব্দ পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করে মুচলেকা নিয়ে আটকদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুরের এসসিপিও (এক্স) এম আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান আরও চালানো হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস