জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২২ হাজার সদস্যের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ব্রিটেন ও আমেরিকার নাগরিকও রয়েছে। জার্মানির গোয়েন্দা এসব তথ্য পেয়েছে। বুধবার স্কাই নিউজের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ডকুমেন্টে আইএস সদস্যদের নাম জাতীয়তা, ঠিকানা ও পরিবারের তথ্য রয়েছে।সংবাদমাধ্যমটি নিজেদের ওয়েবসাইটে জানায়, আইএসের আন্তনিরাপত্তা পুলিশের তথ্যভাণ্ডার থেকে তথ্যগুলো চুরি করেছেন সাবেক ওই সদস্যরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খবরে আরো জানানো হয়, ইউরোপের উত্তরাঞ্চল, যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন জঙ্গি আইএসে রয়েছেন, যাদের ব্যাপারে এর আগে জানা ছিল না। তথ্য ফাঁসের এ খবরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, দুনিয়াজুড়ে যা এমআই-সিক্স (MI6) নামে পরিচিত, তার গ্লোবাল টেরোরিজম অপারেশন্স বিভাগের সাবেক পরিচালক রিচার্ড ব্যারেট টুইট করে বলেছেন, আইএসে যোগ দেওয়া জঙ্গিদের ব্যাপারে জানতে এ তথ্য বিশেষ সহায়তা করবে। বিশ্লেষকদের জন্য এটি এক অমূল্য উৎস হতে চলেছে। জেএইচ/আরআইপি