জাতীয়

সহকারী উপজেলা কর্মকর্তা পদে প্রিলিমিনারি পরীক্ষা ২৯ এপ্রিল

সহকারী উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিফতরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের শুন্য পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা ২৯ এপ্রিল  অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শুধু মাত্র ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস পরবর্তিতে প্রকাশ করা হবে।  এ পদে আবেদনকারী প্রতিবন্ধীদের শ্রুতিলেখক প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের ২৫(বি) এবং ২৫(এ) ধারা অনুযায়ী শ্রুতিলেখকের জন্য কমিশনে আবেদন করতে হবে। এনএম/এএইচ/এবিএস