দেশজুড়ে

ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই: ফয়জুল করীম

দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প কোনো আদর্শ নেই বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (২০ মে) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পর যেসব নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হয়েছে সেসব নীতি দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প কোনো আদর্শ নে। ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হলে মানুষ ন্যায্য অধিকার পাবে। গরিবের মুখে হাসি ফুটবে, দুর্নীতির মূলোৎপাটন হবে ও সমাজের সব জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বরিশালে গরিব, দুঃখী ও মেহনতি মানুষ তাদের নাগরিক অধিকার পূর্ণাঙ্গ ভোগ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব নগরী গড়ে তোলা হবে। দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটিয়ে বরিশালকে একটা শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে।

শাওন খান/এমআরআর/এএসএম