কাগজ-কলমের হিসেব বলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকার সুযোগ আছে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা- দেশের শীর্ষ লিগে উঠেই নেমে যাওয়ার শঙ্কায় উত্তরার ক্লাবটি।
২০ ম্যাচের লিগের ১৫টি খেলা হয়ে গেছে তাদের। জয়ের মুখ এখনো দেখেনি। চারটি ড্র করে এবং ১১ ম্যাচ হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। নেমে যাওয়া এখন সময়ের ব্যাপার ক্লাবটির। সর্বশেষ শুক্রবার তারা শোচনীয়ভাবে হেরেছে পুলিশ ফুটবল ক্লাবের কাছে।
৭-০ গোলের বিশাল জয়ে পুলিশ এক লাফে উঠে গেছে পয়েন্ট টেবিলের তিনে। একদিন আগে শেখ জামালকে হারিয়ে যে স্থানে বসেছিল মোহামেডান, সেই জায়গা দখল করেছে তারা। মোহামেডান নেমে গেছে চারে। পুলিশের পয়েন্ট ১৬ ম্যাচে ২৩, সমান ম্যাচে মোহামেডানের ২২।
পুলিশের বড় জয়ে জোড়া গোল করেছেন জোহান আরঙ্গ ও আবদুল্লাহ। একটি করে গোল করেছেন রবিউল, কিরমানে ও অ্যাডওয়ার্ড।
দিনের অন্য ম্যাচে ফর্টিস ফুটবল ক্লাব ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। গোল করেছেন আমিরুদ্দিন ও মোজাম্মেল।১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে ফর্টিস। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে মুক্তিযোদ্ধা।
আরআই/আইএইচএস