বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু বলেছেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্দি ও তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে। দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানকে বরণ করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বীর দর্পে দেশে ফিরবেন।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ্ বুলু এ সব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া রাজনীতি করবেন না’ এমন মুচলেকা ছিল না
তিনি বলেন, ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগ করার অনুমতি দেন। গণতন্ত্র ফিরিয়ে আনেন। জিয়াউর রহমান সেদিন অনুমতি দিয়েছিলেন বলে আজ আপনারা আওয়ামী লীগ করতে পারছেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এসময় বিএরপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খালেদা জিয়ার সাবেক সহকারী এম এ জলিল, সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, এজেডএম রেজওয়ানুল হক, বিএনপি নেতা খালেকুজ্জামান বাবু, মোকাররম হোসেন ও মহিলা দলের শাহীন সুলতারা বিউটি প্রমুখ বক্তব্য রাখেন।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম