দেশজুড়ে

সাভারে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক ৫

রাজধানীর অদূরে সাভারের রাজাশনে সুজন মিয়া (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজাশন এলাকার ব্যবসায়ী আব্দুল হালিমের ভাড়া দেয়া বাড়ির সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নিহতের স্ত্রী ময়না আক্তার ও তার তিন আত্মীয় এবং বাড়িওয়ালা আব্দুল হালিম। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সন্দেহজনক অভিযোগ পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক তথ্য বেরিয়ে আসবে।  নিহত সুজন মিয়ার বাবা এশরাফ মিয়া অভিযোগ করেন, সুজন ও সুজনের স্ত্রী ময়না আক্তার রাজাশন এলাকার ব্যবসায়ী আব্দুল হালিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টেস কারখানায় কাজ করত। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তার ধারাবাহিকতায় গত তিনদিন আগে সুজনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ময়না আক্তারের আত্মীয় পরিচয়দানকারী তিন ব্যক্তি ও বাড়িওয়ালা আব্দুল হালিম বুধবার রাতে সালিশ করতে আসেন।তিনি আরো বলেন, নিহত সুজন সালিশের সিদ্ধান্ত মেনে না নেয়ায় ক্ষিপ্ত হন বাড়িওয়ালা আব্দুল হালিম ও ময়নার আত্মীয় পরিচয়দানকারী ওই তিন ব্যক্তি। এর জের ধরে ভোররাতে বাড়িওয়ালা আব্দুল হালিম ও ময়নার আত্মীয় পরিচয়দানকারী তিন ব্যক্তি মিলে সুজনকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে এবং পরে বাড়ির সামনের একটি দোকানের সঙ্গে ঝুলিয়ে রাখেন।এদিকে বুধবার সকালে স্থানীয়দের খবরে সাভার মডেল থানা পুলিশ এসে সুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই গার্মেন্টস শ্রমিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আল-মামুন/আরএস/আরআইপি