দেশজুড়ে

চুয়াডাঙায় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার সোনালী ইটভাটায় কাজ করার সময় অসাবধানতা বশত মাটি চাপা পড়ে হৃদয় (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের আনসার আলীর ছেলে।     পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হৃদয় সোনালী ইটভাটায় মাটি কাটার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত মাটি ধসে তার উপর পড়লে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।     উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরি জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমিন সুলতানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।     দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সালাউদ্দিন কাজল/এসএস/আরআইপি