নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় চোর আখ্যা দিয়ে পিটিয়ে মো. লিখন (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মদনগঞ্জ শান্তিগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লিখন উপজেলার শান্তিনগর এলাকার আমান উল্লাহর ছেলে। এ ঘটনায় সাদ্দাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম উপজেলার সুরুজ্জামানের ছেলে।এদিকে অভিযোগ উঠেছে মাদক ব্যবসার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিহত লিখন গ্রুপের সঙ্গে সাদ্দাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে সাদ্দামসহ তার লোকজন লিখনকে ডেকে আনে। এ সময় লিখনের সঙ্গে আরও কয়েকজন সাদ্দামের বাড়িতে যায়। পরে চোর আখ্যা দিয়ে প্রতিপক্ষ লিখনকে পিটিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা হৃদয় (২৫) ও জামালকে (৩৪) পিটিয়ে আহত করে। পরে তাদের শহরের খানপুর হাসপাতালে ভর্তি করে।বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, দুপুর ১২ টায় শান্তিরনগর এলাকায় চোর আখ্যা দিয়ে গণপিটুনি দিলে লিখন ঘটনাস্থলেই মারা যান। ওই সময় আরো দুইজন আহত হয়।বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চোর আখ্যা দিয়ে গণপিটুনিতে একজন মারা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।তিনি আরও জানান, নিহত লিখন গ্রুপের সঙ্গে সাদ্দাম গ্রুপের মধ্যে বিরোধ ছিল। সেই সূত্র ধরে পিটুনি দিয়ে মেরেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আর এ ঘটনায় সাদ্দাম নামে একজনকে আটক করা হয়েছে।শাহাদাত হোসেন/এসএস/পিআর