খেলাধুলা

বিশ্বকাপের ৬ ভেন্যুতে ওয়াইফাই ফ্রি

টি২০ বিশ্বকাপের ৬ ভেন্যুতে ফ্রি ওয়ারইফাই ব্যবহারের সুযোগ পাবেন দর্শকরা। ব্যাঙ্গালুরু, ধর্মশালা, কলকাতা, মোহালি, নয়াদিল্লি ও মুম্বাইয়ের গ্যালারিতে ফ্রি ওয়াইফাই সুবিধার আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই)। শুধুমাত্র মাঠের ভেতরেই এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।জানা গেছে, উল্লিখিত ৬ স্টেডিয়ামের প্রতিটিতে প্রায় ৬০০টির বেশি ওয়াইফাই ডিভাইসযুক্ত এন্টোনা স্থাপন করা হয়েছে। কেবল এই স্টেডিয়ামেই ১১০১টি এক্সেস পয়েন্ট থাকবে, যেখান থেকে ওয়াফাই সুবিধা নেবেন দর্শকরা। প্রসঙ্গত, ইডেনের ধারণ ক্ষমতা প্রায় ৬৮ হাজার।ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছে, ‘মুম্বাই মাঠে প্রায় ৩০ হাজার মানুষ এ সুবিধা নিতে পারবে। তবে প্রতিটি পয়েন্টে ২০ হাজার দর্শক একসাথে সংযুক্ত থাকতে পারবেন। আর ডাটা ট্রান্সফার রেট থাকবে ১৫ থেকৈ ৩৫ এমবিপিএস।’স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী ওয়াফাই সুবিধা পাবেন গ্রাহকরা। অথ্যাৎ, ইডেন গার্ডেনে ৬৮ হাজার, দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৩৩ হাজার, মুম্বাইর ওয়াংখেড়েতে ২৬ হাজার, চণ্ডিগড়ের মোহালিতে ৩৫ হাজার, ব্যাঙ্গালুরুর চিন্বাস্বামীতে ৩৫ হাজার এবং ধর্মশালায় ২৩ হাজার গ্রাহক ফ্রি ওয়াইফাই সুবিধা নিতে পারবে।আইএইচএস/পিআর