কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের দুই কর্মকর্তার সই জাল করে ব্যাংক থেকে চার লাখ ১০ হাজার টাকা তুলে পালিয়েছেন সুজন মিয়া (২৮) নামের এক যুবক। তিনি ওই অফিসের পিয়ন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
রোববার (২১ মে) দুপুরে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উত্তোলনের মেসেজ পেয়ে ঘটনাটি জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান হক।
রায়হান হক বলেন, অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় আমার ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের যৌথ সইয়ে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির (উদকনিক) অ্যাকাউন্ট পরিচালিত হতো। অফিসের পিয়ন ওই অ্যাকাউন্টের চেক বই চুরি করেন। পরে আমাদের দুজনের সই জাল করে রোববার সকালে চার লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে পালিয়ে যান। আমার মোবাইলে মেসেজ এলে ঘটনা জানতে পারি।
তিনি বলেন, এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে পল্লী উন্নয়ন বোর্ড ভূরুঙ্গামারী শাখার অফিস পিয়ন সুজন মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস