খেলাধুলা

চেলসিকে হারিয়ে কোয়ার্টারে পিএসজি

প্রিমিয়ার লিগের আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিলো প্রিমিয়ার লিগের গত বারের চ্যাম্পিয়ন চেলসি। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ফলে দুই লেগে ৪-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই।    প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থেকে বুধবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজিকে আতিথিয়েতা জানায় চেলসি। ম্যাচের ১৬ মিনিটে আদ্রিওন রাবিত্ত গোল করে স্বাগতিক দর্শকদের হতাশায় ডুবায়। তবে ২৭ মিনিটে দুর্দান্ত একটি গোল করে চেলসিকে সমতায় ফেরান দিয়েগো কস্তা। আর সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে ম্যাচের ৬৭ মিনিটে সুইডিশ স্ট্রাইকার ইব্রা গোল করে সফরকারীদের আনন্দে ভাসান। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।এমআর/এবিএস