দেশজুড়ে

রাজবাড়ীতে ডিম্পল আইসক্রিম কারখানাকে জরিমানা

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় ডিম্পল আইসক্রিম কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের সজ্জনকান্দার পাবলিক হেলথ মোড় এলাকায় অবস্থিত ডিম্পল আইসক্রিম কারখানা। কারখানাটিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। শ্রমিকদের হাতে গ্লাভস, মাথায় টুপি, গায়ে অ্যাপ্রোন ছিল না। এসব কারণে কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক বলেন, জরিমানা করা ছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস