হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি স্বর্ণের বারসহ ফারুক হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সোমবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।ফারুক হোসেন কুয়েত থেকে বিজি-০৪৪ ফাইটে বাংলাদেশে আসেন। উদ্ধার স্বর্ণের বারের ওজন ৪৪৬ গ্রাম, আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে তিনি জানান।