শিক্ষা

প্রশ্নপত্রে অতিরিক্ত সৃজনশীল অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ

প্রশ্নপত্রে অতিরিক্ত সৃজনশীল অন্তর্ভুক্ত করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থেকে একত্রিত হয়ে প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা।এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে রাখে।বিক্ষেভে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএফ শাহীন, ধানমন্ডি আইডিয়াল, আব্দুর রউফ, ইম্পেরিয়াল, ডেফোডিলসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।শিক্ষার্থীরা বলেন, আমরা আগের মতো প্রশ্নপত্র চাই। অতিরিক্ত সৃজনশীল পড়বো না, লিখবোও না। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এটা সরকারের ব্যর্থতা, এর প্রতিদান আমাদের কেন দিতে হবে?তারা জানান, আগে ৬টা সৃজনশীল ছিল। এখন আরো একটা বাড়ানো হয়েছে। অবজেকটিভ দশ নম্বর কমানো হয়েছে। অথচ এইচএসসির পরে আমাদের সব পরীক্ষাতেই কিন্তু অবজেকটিভই দিতে হবে।এ সময় শিক্ষার্থীরা ‘অতিরিক্তি সৃজনশীল লিখবো না’, ‘আমরা মানুষ রোবট নই’ বলে শ্লোগান দিতে থাকেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  বলেন, দুপুরে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা শাহবাগে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা সেখান থেকে প্রেসক্লাবে আসে।ওসি বলেন, এদের বয়স খুবই অল্প। তারা কি করতে কি করে বসবে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাদের ঘিড়ে রাখা হয়েছে।এএস/একে/এবিএস