দেশজুড়ে

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে (২২ মে) সদর এবং কালুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত বিজয় শেখ (১৭) রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে এবং শেফালী বেগম (৩২) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কমরপুর গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী।

জানা গেছে, শেফালী বেগম দুপুরে গোসল করে বাড়ি ফিরে ভেজা হাতে টেলিভিশনের সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের সদস্যরা টের পেয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্টে বিজয় শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয় কলেজ থেকে ফিরে তাদের নতুন ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবেলুর রহমান/এমআরআর/এমএস