জামালপুরের সরিষাবাড়ীর আকাশে উড়লো রং-বেরঙের শতাধিক ঘুড়ি। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল মানুষ ঘুড়ি। এটি যখন আকাশে ওড়ানো হয় তখন মাঠে উপস্থিত দর্শনার্থীরা করতালি দিয়ে স্বাগত জানান।
সোমবার (২২ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ঘুড়ি ওড়ানো গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী খেলা। একসময় তরুণরা দলবেঁধে মাঠেঘাটে ঘুড়ি ওড়াতেন। এখন আর আগের মতো এ দৃশ্য দেখা যায় না। তরুণরা মোবাইল ফোনে মগ্ন থাকেন। এটা নেশায় পরিণত করেছে। যুবসমাজকে এ মরণনেশা থেকে ফেরাতে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাদের ঘুড়ি সবার ওপরে উঠে ভেসে থেকেছে এমন কয়েকজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বেলা আর্ট ডিজাইনের স্বত্বাধিকারী হাসানুর রহমান পিন্টু, সমাজসেবক রাঙ্গা বাবু প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নাসিম উদ্দিন/এসআর/এমএস