আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কাশ্মীরের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে পটুয়াখালীর ছবি ব্যবহার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সোমবার (২২ মে) থেকে শুরু হয়েছে জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয়তম সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। কিন্তু সেই প্রচারণাতেই বেঁধেছে বিপত্তি। শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের একটি সড়কের ছবি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফের গ্রেফতার হতে পারেন, আশঙ্কা ইমরান খানের

ফের গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (২১ মে) একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

নরেন্দ্র মোদী বলিউডকে মুসলিমবিদ্বেষী করে তুলছেন?

দীর্ঘদিন ভারতের হিন্দু-মুসলিম সংঘাত থেকে দূরে ছিল বলিউডের বেশিরভাগ অংশ। উদার মূল্যবোধ, মুসলিম তারকা এবং হিন্দু-মুসলিম সেলিব্রেটি বিয়ের হাত ধরে হিন্দি চলচ্চিত্র শিল্প বরং কিছু কিছু দিক থেকে সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে শক্তিশালী প্রতিষেধক হয়ে উঠেছিল।

মোদীর পা ছুঁয়ে আলোচনায় কে এই বিদেশি প্রধানমন্ত্রী?

সৌজন্যের নজির গড়ে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। আলিঙ্গন, করমর্দনের পর হঠাৎ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে সম্মান জানান এই বিদেশি রাষ্ট্রনেতা। গত রোববার (২১ মে) রাতের সেই দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

তেল কীভাবে তৈরি হয়, এর সঙ্গে ডাইনোসরের সম্পর্ক কী?

আজকের বিশ্বের মূল চালিকাশক্তি হলো তেল। এর দখল নিয়ে বহুবার যুদ্ধে জড়িয়েছে বিশ্ব। পৃথিবীতে প্রতিদিন আট কোটি ব্যারেলেরও বেশি তেল উৎপাদিত হয়। এই অপরিশোধিত থকথকে কালো তেল ‘ব্ল্যাক গোল্ড’ বা ‘কালো সোনা’ নামেও পরিচিত।

তথ্য পাচারের অভিযোগে মেটাকে প্রায় ১৪ হাজার কোটি টাকা জরিমানা

ইউরোপের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচারের দায়ে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে ১৩০ কোটি ডলার বা ১৩ হাজার ৯১২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে আয়ারল্যান্ডস ডাটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ গোপনীয়তা আইনের অধীনে আরোপিত সবচেয়ে বড় জরিমানা এটি।

কর্ণাটকের পর কংগ্রেসের নজর আরও চার রাজ্যে

কর্ণাটক জয়ের পর কংগ্রেসের নজরে এবার ভোটমুখী আরও ৪ রাজ্য। এই ৪ রাজ্যের মধ্যে দুইটিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, একটিতে বিজেপি ও একটিতে ক্ষমতায় রয়েছে বিআরএস। জানা গেছে, চলতি বছরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যগুলোতে দলীয় সংগঠনের হালহকিকত বুঝতে প্রদেশ নেতাদের দিল্লিতে ডেকে পাঠালো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২২ মে) সকালে নিহত তিনজনকে শনাক্ত করেছে। তারা হলেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।

এসএএইচ/এমএস