হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার দিনগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হঠাৎ করে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুকে ব্যথা অনুভব করলে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তার পরীক্ষা নিরীক্ষা করেন। তাকে এনজিওগ্রামের পরামর্শ দেন। আপাতত তিনি সুস্থ আছেন এবং বাসায় গেছেন।
কেএইচ/এমএইচআর