দেশজুড়ে

কৃষকের ৩০০ কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

জয়পুরহাটে রাতের আঁধারে ইউনুস আলী নামে এক কৃষকের ৩০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ মে) দিনগত রাতে সদর উপজেলার দেবিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক ইউনুস আলী জানান, নিজের এক বিঘা জমিতে ৩০০ কলাগাছ লাগিয়েছিলেন। কিন্তু সোমবার রাতে দুর্বৃত্তরা তার জমির সব কলাগাছ কেটে দিয়েছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমার গ্রামের একজনের সঙ্গে জমিজমা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা চলছে। এ কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, তাই বলে ফসলের সঙ্গে শত্রুতা করলো! জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম