রাঙ্গামাটিতে সাতটি তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) বিকেলে শহরের প্রবেশ মুখ মানিকছড়ি চেক পোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ললিত কুমার চাকমার ছেলে প্রিয়ময় চাকমা ও একই উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে সাইনুংমং মারমা।
আরও পড়ুন: শেরপুরে তক্ষকসহ দুই যুবক আটক
পুলিশ জানায়, বন্যপ্রাণী ধরা ও মারা আইনগত অপরাধ জানার পরও কিছু অসাধু ব্যক্তি তক্ষক ধরে বিক্রি করেন। এমন একটি চক্রের সংবাদ পেয়ে বিকেলে মানিকছড়ি চেকপোস্ট এলাকা থেকে দুজনকে আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, তক্ষকগুলো উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস