বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালত সোমবার বিকেলে এ দিন ধার্য করেন।এর আগে সোমবার সকালে খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা এ মামলার শুনানি মুলতবি করার জন্য আবেদন করেন। ‘ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কায়’ বিচারিক আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন থাকায় তিনি শুনানির এ আবেদন করেন। আদালত এ আবেদন খারিজ করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।