নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। এরা নিজেরাই নিজেদের স্বার্থে গড়ে ওঠে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক নেতা মাসুদ রানার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে মন্ত্রী শ্রমিক নেতা রানার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়েরুজ্জামান খান, নাটোর ট্রাক-ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক শ্রমিক নেতা সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু প্রমুখ।প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে তেবাড়িয়া যমুনা ডিস্টিলারিজের সামনের যুবলীগের আফজাল হোসেন ওরফে মুরগি আফজাল এবং নাটোর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রতন ওরফে মাসুদ রানা মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় মাসুদ রানা বুকে এবং যুবলীগ কর্মী রাসেল গুলিবিদ্ধ হয়। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা মৃত্যু হয়।রেজাউল করিম রেজা/এআরএ/পিআর