ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সিরাজ ফকির (৬০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজ ফকিরের ছেলে রাজন জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মাজার এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সিরাজ ফকির গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। এরপর পরিবারের লোকজন এসে সিরাজ ফকিরকে মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিরাজ ফকির মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মৃত কাদের ফকিরের ছেলে। ঢাকার কেরানীগঞ্জের চরমীরেরবাগ এলাকায় বসবাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/কেএসআর