দেশজুড়ে

হামাগুড়ি দিয়ে পুকুরে, প্রাণ গেলো ১৩ মাস বয়সী শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আল-মামুন (১৩ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে।

আল-মামুন পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে শিশু আল-মামুন তার মা আরিফা বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরে সবার অজান্তে শিশুটি হামাগুঁড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে স্থানীয়রা শিশু আল-মামুনকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম