দেশজুড়ে

গাইবান্ধায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশপ্রহরীকে বেঁধে রেখে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যান।

Advertisement

শনিবার (২৭ মে) দিনগত গভীর রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর বাজার শাখায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যাংক সূত্র জানায়, ব্যাংকের নৈশপ্রহরীর দায়িত্বে থাকা জুয়েল মিয়াকে হত্যার ভয় দেখিয়ে গেটের তালার চাবি নেন ডাকাতরা। গেটের তালা খুলে তারা ভেতরে প্রবেশ করেন। পরে ব্যাংকের ভোল্টের তালা ভেঙে সেখানে থাকা প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যান।

ব্যাংকের ম্যানেজার জেসমিন আক্তার জাগো নিউজকে বলেন, ‘সকালে ব্যাংকে এসে দেখি গেটের তালা ভেঙে ভোল্ট থেকে টাকা ডাকাতি হয়েছে। পরে নৈশপ্রহরীর কাছে বিস্তারিত শুনে পুলিশকে জানানো হয়েছে।’

Advertisement

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জাগো নিউজকে বলেন, ব্যাংকের সব তালা স্বাভাবিকভাবে খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।

শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস