দেড় বছর পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্র থেকে পরাজিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০ ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৮ মে) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৭ মে) দিনগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো ওই ওয়ার্ডের ইউপি মেম্বার পদে নির্বাচন করা ছাইদার রহমানের তালা প্রতীকের। ছাইদার রহমান বর্তমান ইউপি মেম্বার জাহেদুল ইসলামের চেয়ে সাত ভোট কম পেয়ে পরাজিত হন।
Advertisement
পুলিশ জানায়, শনিবার ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ওসমান গণি অফিস কক্ষে কার্পেট পরিবর্তন করছিলেন। এসময় টেবিলের নিচে ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিলমারা ১০০ ব্যালট পেপার দেখতে পান। তিনি বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সরকারকে জানান। প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ প্রশাসন ও নির্বাচন অফিসারকে জানান। পরে রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ও ধুবনী কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।
এ বিষয়ে পরাজিত প্রার্থী ছাইদুর রহমান বলেন, ‘নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা তালা মার্কার সিলমারা ব্যালট পেপার লুকিয়ে রেখে আমাকে হারিয়ে দিয়েছেন। আমার প্রতিদ্বন্দ্বী জাহেদুল ইসলামকে জিতিয়ে দিয়েছেন। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের দাবি জানাই।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনের দেড় বছর পর ব্যালট পেপার উদ্ধারের বিষয়টি শুনেছি। থানাপুলিশ সুষ্ঠু তদন্ত করে নির্বাচন অফিসকে জানাবে। তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ভোটকেন্দ্র থেকে সিলমারা ১০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
শামীম সরকার শাহীন/এসআর/এমকেআর