শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ পিস সোনার বারসহ গ্রেফতার আরিফ মঈনুদ্দীন নামের দুবাইফেরত যাত্রীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (২৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুননেসা বেগম এ রায় দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী আরিফ মঈনুদ্দীনকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিস সোনার বারসহ আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কাস্টমস।
তদন্ত শেষে মামলায় আরিফ মঈনুদ্দীনকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা বিচার চলাকালীন আরিফ জামিনে বেরিয়ে পলাতক হন। বিচারে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন।
Advertisement
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ জাগো নিউজকে বলেন, ২০১৫ সালে সোনা চোরাচালানের একটি মামলায় আদালত আরিফ মঈনুদ্দীন নামের এক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন/এমকেআর