নোয়াখালীতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল তেল, ভিনেগার, জেলি ও টোস্ট বিস্কুট ধ্বংস করা হয়েছে।
রোববার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেবব্রত দাশ। সঙ্গে ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অনুমোদন ছাড়া ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ পান নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে তার নির্দেশে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার দেবব্রত দাশ অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এলিট ফুড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম