গাজীপুরের কালীগঞ্জে দুই মহিলা পৌর কাউন্সিলরসহ বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে এ যোগদান কমসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ এবিএম তারিকুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা প্রমুখ। কালীগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে বিএনপি নেতা হাফিজুর রহমান সাব্বির, উপজেলা তাঁতি দলের সভাপতি রুহুল আমিন, বিএনপি সমর্থিত পৌর মহিলা কাউন্সিলর শামীমা মুক্তা খুশি খানম, নার্গিস আক্তার, ব্যবসায়ী ছাফির উদ্দিন, মো. আনোয়ার হোসেনসহ প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় প্রতিমন্ত্রী তাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। নতুন যোগদান কারী আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করায় অভিনন্দন। আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের হয়ে দেশের উন্নয়নে কাজ করবেন। আব্দুর রহমার আরমান/এআরএ/এমএস