সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হওয়ায় বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে সংবর্ধনা দিয়েছে বেতাগী উপজেলা কল্যাণ সমিতি।শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান বিচারপতি নিজামুল হক।বেতাগী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি এ এন এস বসির উল্লাহ, বিচারপতি এ কে এম জহিরুল হক, আয়োজক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. হেলাল মিয়া প্রমুখ।এএস/এনএফ/এবিএস