টাঙ্গাইলের যুবলীগ নেতা আক্তারুজ্জামান সেলিমকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজনকে কুপিয়ে আহত করা হয়েছে বলেও জানা গেছে। হামলার শিকার আক্তারুজ্জামান সেলিম ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
Advertisement
আহত অন্য দুইজনের মধ্যে একজন হলেন ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার আলতাফ হোসেনের ছেলে রতন তালুকদার। অপরজনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের কলেজ গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে রেল ক্রসিংয়ের পাশে ভূঞাপুর লিংকরোড বাইপাস সড়ক উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম ফেরার পথে হামলার শিকার হন। এসময় বাধা দেওয়ায় তার সঙ্গে থাকা আরও দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
Advertisement
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে জানতে পেরেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা হামলার এ ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।
আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস