ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে পরিতোষ পাল নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাবের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেলওয়ে পুলিশের বিষয়ে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস