ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির সময় দুই যুবকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মে) দুপুরে মুক্তাগাছা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড ও বড়হিস্যা বাজার থেকে তাদের আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন- উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত ভবতোষ চক্রবর্তীর ছেলে সুমন কুমার চক্রবর্তী (৩০) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. রমজান আলী (২৫)।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, জেলা গোয়েন্দা শাখা পুলিশ পৌর শহরের ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড ও বড়হিস্যা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় যানবাহন থামিয়ে চাঁদা তোলায় সুমন কুমার চক্রবর্তী ও রমজান আলীকে হাতেনাতে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুই বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস