দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাসির হোসেন (৩২) নামে টাঙ্গালের মির্জাপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৩০ মে) রাতে আফ্রিকার নাটালেজুলু নংগমা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। নাসির হোসেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে এক যুগ আগে নাসির হোসেন ও তার দুই ভাই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে নাটালেজুলু নংগমা শহরে দোকান ঘর ভাড়া নিয়ে নাসির ব্যবসা শুরু করেন। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী জানান, তারা তিন ভাই দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। এদের মধ্যে বড়জন আবুল হোসেন গত বছর স্ট্রোকে আফ্রিকায় মারা যান। সন্ত্রাসীদের গুলিতে নাসির মারা গেছেন। তার মরদেহ শনিবার দেশে আসবে।
Advertisement
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এম এরশাদ/এসজে/জিকেএস