মহাসড়কে বেইলি ব্রিজ সংস্কারের করণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (২ জুন) রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
Advertisement
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাত ১২ টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। বাংলা বাজার বেইলি ব্রিজ সংস্কারের করণে মহাসড়ক দিয়েও কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। রোববার সকাল ৬টার পর থেকে উভয় সকে যান চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, বিকল্প কোনো সড়ক না থাকায় আন্তঃজেলা থেকে কোনো পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন চাঁদপুর বা চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
আরএইচ/জেআইএম
Advertisement