জোকস

আজকের কৌতুক: প্রেমিকার চোখে গরু খোঁজা

প্রেমিকার চোখে গরু খোঁজাপ্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। প্রেমিক তার প্রেমিকাকে পটাতে নানাভাবে তার প্রশংসা করছে। প্রেমিক তার প্রেমিকাকে বলছে—

প্রেমিক: তোমার চোখ খুব সুন্দর।প্রেমিকা: সত্যি বলছো?প্রেমিক: হ্যাঁ, আমি তোমার চোখে সারাবিশ্ব দেখতে পাচ্ছি। পিছন থেকে এক বৃদ্ধ বলে উঠলেন: আমার গরুটাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। দেখুন তো, দেখতে পান কি না।

****

চায়নিজ রেডিওমিনুর বাবা একটি চাইনিজ রেডিও কিনেছেন। বাড়িতে ফিরে তিনি মিনুকে ডাকতে লাগলেন—বাবা: মিনু দেখো, আমি খুব সস্তায় দারুণ একটা চায়নিজ রেডিও কিনেছি।মিনু: তুই কি বোকা বাবা? কবে তোমার বুদ্ধিসুদ্ধি হবে বলো তো? আমরা তো চায়নিজ ভাষাটাই জানি না। তাহলে চায়নিজ রেডিও দিয়ে কী করব?

****

গোপালের চালাকিরাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক বিদেশির আগমন হয়েছে। তিনি ভারতীয় ভাষা তো বটেই, তার পাশাপাশি ইংরেজি, ফরাসি, ফারসিও অনর্গল বলে যাচ্ছেন। কৃষ্ণচন্দ্র রসিক মানুষ। গোপালকে ডেকে বললেন, ‘যদি লোকটির মাতৃভাষা বলতে পারো, তাহলে পুরস্কার দেব। আর না পারলে কপালে দুঃখ আছে।’

গোপাল বললেন, ‘আমি কালই আপনাকে বলব।’ পরদিন সকালে গোপাল দ্বারের কাছে লোকটির জন্য দাঁড়িয়ে রইলেন। লোকটি আসতেই পিছন থেকে দিলেন হালকা ধাক্কা। বিদেশি টাল সামলে বললেন, ‘অন্ধ অছি!’গোপাল রাজাকে গিয়ে বললেন, উনি ওড়িয়াভাষী!

কেএসকে/জিকেএস