জাতীয়

চাকরি কাল গণনা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি

সরকারি চাকরিতে প্রচলিত বিধি অনুযায়ী উন্নয়ন ও রাজস্ব বাজেটের সমষ্টির ভিত্তিতে চাকরি কাল গণনা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারি সম্মিলিত ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে উন্নয়ন বাজেটে নিয়োগপ্রাপ্ত হলেও পরে সরকার তাদের স্থায়ী ভাবে রাজস্ব বাজেটে নিযুক্ত করে বলে জানান আয়োজকরা।এসময় চাকরির শেষ জীবনের ভাতা ও সিলেকশন গ্রেডের ক্ষেত্রে প্রকল্প (উন্নয়ন বাজেট) থেকে  নিয়োগপ্রাপ্তি তারিখ  গণনার দাবি জানান সংগঠনের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।তিনি বলেন, জাতীয় বেতন স্কেল ১৯৭৩,৭৭,৮৫,৯১ ও ১৯৯৭ গেজেট নোটিফিকেশন দ্বারা বিষয়টি অনেক পূর্বেই মীমাংসিত বিষয়।তিনি আরো বলেন, ওয়ান ইলেভেন সরকারের আমলে জারি করা প্রচলিত বিধিমালার পরিপন্থী উন্নয়ন ও রাজস্ব উভয়ের সমষ্টির ভিত্ততে চাকুরিকাল গননা সংক্রান্ত সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন করুন।সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন, উন্নয়ন বাজেটে চাকরি করে পরে রাজস্ব বাজেটে যাওয়ার পর চাকরিতে প্রবেশের সময় কেন রাজস্ব বাজেটে নিয়োগ পাওয়ার সময় থেকে ধরা হবে, আগে এমন ঘটনা কোন সময় ঘটেনি। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষ রায় দিয়েছ। আমরা এর বাস্তবায়ন চাই।এ সময় মামলার বাদী মো. নজরুল ইসলাম বলেন, আমরা যখন প্রকল্পের অধিনে নিয়োগ পেয়েছি তখন কোথাও বলা ছিল না চাকরি স্থায়ী হলে নিয়োগের সময়কাল প্রকল্পের সময় থেকে ধরা হবে না। তাহলে কেন এই বৈষম্য।  মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে আমরা এর বাস্তবায়ন চাই।এএস/এএইচ/আরআইপি