সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারত যাচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে একই গ্রুপ ২-এ রয়েছে তারা। আর বাছাই পর্ব উতরাতে পারলে তাদের সঙ্গী হবে বাংলাদেশও। তবে ভারত নয় বাংলাদেশকে নিয়েই ভাবছেন পাকিস্তান দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস। সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকা বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন এ সাবেক পাকিস্তানি অধিনায়ক।এখন পর্যন্ত বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। কাল শেষ ম্যাচে ওমানের সঙ্গে জয় পেলেই নিশ্চিত হবে টাইগারদের মূল পর্ব। কিন্তু তারপরেও ওয়াকার ইউনুস ধরেই নিয়েছেন মূল পর্বে বাংলাদেশই উঠবে। আর তা হলে ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে এ দুই দল।বাংলাদেশের সঙ্গে মাচ প্রসঙ্গে ওয়াকার বলেন, ‘আমরা এক সময় একটি ম্যাচ নিয়ে ভাববো। আর আমরা এখন ১৯ মার্চ ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে ভাবছি না। প্রথমে আমাদের বাংলাদেশের মোকাবেলা করতে হবে। তারা এখন অনেক উন্নত একটি দল, তাদের হারানো খুব কঠিন।’সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স ভালো নয়। এশিয়া কাপে হারার আগে সর্বশেষ সিরিজে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হেরেছিল তারা। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগে বারতি চিন্তা কাজ করছে পাকিস্তান কোচের মাথায়।আরটি/এমআর/এবিএস