জাতীয়

রোববার থেকে ২৪ ঘণ্টা সিএনজি অটোরিকশা চলবে না

রোববার ভোর ৬টা হতে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের সিএনজি চালিত অটোরিকশা না চালানোর ঘোষণা দিয়েছে সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টার সময় ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে ৩/২ ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল ৬টা হতে ১৪ মার্চ সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ ধর্মঘট পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ঢাকা শহরের সকল সিএনজি চালকদের ধর্মঘট পালন করার আহ্বান জানানো হয়।সভা আহ্বান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক চৌধুরী, সহ-সভাপতি বাবুল ফকির, মিজান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম, সহ-সাধারণ সম্পাদক রিপন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নূর মোর্শেদ ও দফতর সম্পাদক আবু ওহাবসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের দাবি সমূহ :১. কথায় কথায় গাড়ি রেকারিং এবং জেল-জরিমানা করা যাবে না।২. কারাবন্দি সকল সিএনজি ও অটোরিকশা চালকদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।৩. যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দ্রুত চালকদের মাঝে দিতে হবে।৪. সরকার নির্ধারিত ২৪ ঘণ্টার ৯০০/- (নয়শত) টাকা জমা শ্রমিকদের স্বার্থে পুনঃবিবেচনা করতে হবে।৫. পার্কিং এর ব্যবস্থা না করে কোনো নো-পার্কিং মামলা করা যাবে না।৬. ইকোনোমিক লাইভ বৃদ্ধি করার জন্য গাড়ি জমা ৬০০/- (ছয়শত) টাকা নিতে হবে।৭. শ্রম আইন মতে সকল চালকদের নিয়োগপত্র/পরিচয়পত্র দিতে হবে।এসএ/এসএইচএস/এআরএস/আরআইপি