তিনি টেস্ট দলে নেই। তাই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের রেখে ঢাকায় আসবেন কিনা, সেটা নিয়েও তেমন সাড়াশব্দ নেই। এরই মধ্যে জানা গেলো খবর, দেশে ফিরেছেন সাকিব।
আজ (৬ জুন) সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা যায় সাকিবকে। তাই অনেকে ধরেই নিয়েছিলেন, সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন।
তবে জাগো নিউজের সঙ্গে আলাপে বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন, সাকিব দেশে ফিরেছেন সোমবার সকালেই। যেহেতু নীরবেই এসেছেন, তাই অনেকে খবরটা জানেন না।
এদিকে ১৪ জুন থেকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট। সাকিব চোটে থাকায় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
এআরবি/এমএমআর/এমএস