গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ফল প্রকাশিত হয়।
Advertisement
গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৫৭ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন শিক্ষার্থী। তারা ৩০ নম্বরের বেশি পেয়ে পাস করেছেন। সেই হিসাবে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ফেল করেছেন ৮৯ হাজার ২১২ জন। অর্থাৎ ফেল করেছে ৫৬ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ৮৮ জনের উত্তরপত্র বাতিল হয়েছে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি সিলেটের স্কলার্সহোমের শিক্ষার্থী। এছাড়া ৮৫ নম্বরের বেশি পেয়েছেন আরও পাঁচজন। ৮০ নম্বরের ওপরে ৪০ জন, ৭৫ নম্বরের ওপরে ১৮৫ জন, ৭০ নম্বরের ওপরে ৫৬১ জন, ৬৫ নম্বরের ওপরে এক হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। ৬০ নম্বরের ওপরে ৩ হাজার ৭২৯ জন, ৫৫ নম্বরের বেশি পেয়েছেন ৭ হাজার ৯১০ জন, ৫০ নম্বরের বেশি পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন, ৪৫ নম্বরের বেশি পেয়েছেন ২৪ হাজার ৩২২ জন।
গত ৩ জুন দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এক লাখ ৫৭ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।
Advertisement
নাঈম আহমদ শুভ/এএএইচ