জাতীয়

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রাজধানীর খিলগাঁও ও মতিঝিল এলাকায় পৃথক অভিযানে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

গ্রেফতাররা হলেন- মো. মকবুল হোসেন (৬৫) ও মো. শামসুদ্দিন ত্বাহা (৪৩)। মঙ্গলবার (৬ জুন) র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার পৃথক অভিযানে খিলগাঁও ও মতিঝিল এলাকা থেকে চেক প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা তাদের নামে মামলা হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছেন। মামলার বিচারপ্রক্রিয়া শেষে সাজাও পেয়েছেন তারা।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Advertisement

আরএসএম/এএএইচ