খেলাধুলা

চেন্নাইয়ে পরীক্ষা দিলেন সানি

ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানি। তবে এ পরীক্ষার ফলাফল জানা যাবে আগামী ১৬ মার্চ। বাংলাদেশের আরেক অভিযুক্ত বোলার পেসার তাসকিন আহমেদ পরীক্ষা দেবেন সোমবার।শনিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মনোনীত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দেন সানি। যদিও আইসিসি থেকে জানান হয়েছিল সাত দিনের মধ্যে তাদের পরীক্ষা দিতে হবে; কিন্তু দুই দিনের মধ্যেই পরীক্ষা দিতে যেতে হলো সানিকে। ধর্মশালা থেকে শনিবার দুপুরেই চেন্নাই যান আরাফাত সানি।পরীক্ষার ফল হাতে আসার আগ পর্যন্ত বাংলাদেশ দলের দুই বোলারই দলের হয়ে ম্যাচে অংশ নিতে পারবেন। ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিনকে প্রয়োজন বলে জানিয়েছিলেন দলের কোচ-অধিনায়ক। তাই ওই ম্যাচ খেলার পর সোমবার পরীক্ষা দিতে যাবেন এ পেসার।উল্লেখ্য, সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক অভিযোগ জানায় আইসিসি।আরটি/আইএইচএস/আরআইপি