দেশজুড়ে

নির্বাচন এলে তারা এক হয়ে যায়, নতুন ষড়যন্ত্রের জন্য

নির্বাচন এলে তারা এক হয়ে যায়, নতুন ষড়যন্ত্রের জন্য

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায় নতুন ষড়যন্ত্রের জন্য।

Advertisement

শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।

Advertisement

মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস