খেলাধুলা

তিন বলের মধ্যে সাজঘরে কোহলি-জাদেজা, হঠাৎ খেই হারালো ভারত

হাতে ৭ উইকেট। পঞ্চম ও শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ২৮০ রান। বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে যেমন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, তাতে ভারতীয় সমর্থকরা জয়ও অসম্ভব মনে করছিলেন না।

সবচেয়ে বড় ভয় ছিল পঞ্চম দিনের সকালটা নিয়ে। কিন্তু কোহলি-রাহানে সকালের প্রথম আধ ঘণ্টা কাটিয়ে দেন অনায়াসেই। কিন্তু এরপরই স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক ওভার।

হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কোহলিকে ড্রাইভে উৎসাহিত করলেন বোল্যান্ড। ভারতীয় ব্যাটিং সেনসেশন ভুলটা করেই বসলেন। এজ হয়ে দ্বিতীয় স্লিপে স্মিথের ক্যাচ হলেন ব্যক্তিগত ৪৯ রানে।

এক বল পর রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দিলেন বোল্যান্ড। ভারতীয় অলরাউন্ডার (০) ডিফেন্ড করেও এজ হয়ে হলেন উইকেটরক্ষকের ক্যাচ। পরের বলে আরও একটি উইকেট পেতে পারতেন অসি পেসার। এবার শ্রীকর ভরতের ব্যাটে বল লেগে প্রথম স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যায়।

৪৪৪ রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। জিততে হলে এখনও ২৬০ রান করতে হবে রোহিত শর্মার দলকে। আজিঙ্কা রাহানে ৩০ আর শ্রীকর ভরত ৪ রানে অপরাজিত আছেন। এরপর ভারতের আর কোনো স্বীকৃত ব্যাটার নেই।

এমএমআর/জেআইএম