নারায়ণগঞ্জে হত্যা মামলায় সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১১ জুন) দুপুরে জেলা ও দায়রা আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তিনি বন্দর থানার এ হত্যা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: আইনজীবীকে মারধর, পৌর কাউন্সিলর কারাগারে
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বন্দর থানার একটি হত্যা মামলায় সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে কারাগারে পাঠানো হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জাগো নিউজকে বলেন, বন্দর থানার একটি হত্যা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ এপ্রিল বন্দরের রূপালী আবাসিক এলাকার মেরাজের আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মেরাজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মেরাজুল ইসলামের মা নাছরিন বাদী হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহীন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। সেই সঙ্গে এ মামলায় আরও ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম