দেশজুড়ে

দেশসেরা রাজবাড়ীর কুইন

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশসেরা হয়েছে রাজবাড়ীর কুইন। রোববার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

কুইন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে শহরের সজ্জন কান্দার ১ নম্বর বেড়াডাঙ্গার বাসিন্দা। গত বছরও কুইন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষার্থী হয়। একই বছর সে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। কুইনের মা শামীমা আক্তার মুনমুন একটি বেসরকারি কলেজের সহযোগী অধ্যাপক। তার নানা বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সেরা শিক্ষার্থী হিসেবে কুইন জাপান সফর করেছে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা শুরু ১৩ মার্চ 

কুইনের মা শামীমা আক্তার মুনমুন বলেন, মা হিসেবে এটা অত্যন্ত গর্বের। কুইনকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে সে জড়িত। শিশুদের নিয়ে কাজ করা তার খুব আগ্রহ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কুইন যেন দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছে।

এ বিষয়ে কুইন জানায়, গত বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হই। সেরাদের মধ্যে সেরা হওয়া সত্যিই খুব আনন্দের। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার পেয়েছি। এ আনন্দ প্রকাশ করার মতো নয়।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস